সংক্রমণ ঠেকাতে জরুরি সর্বাত্মক পদক্ষেপ

সমকাল ডা. মুশতাক হোসেন প্রকাশিত: ১৬ জুন ২০২১, ১৭:৩৩

আমাদের সার্বিক পরিস্থিতি অনেকটাই স্বস্তির জায়গায় চলে এসেছিল। কিন্তু এখন সীমান্তবর্তী জেলাগুলোতে সংক্রমণ ও মৃত্যুহার ঊর্ধ্বমুখী। সাতক্ষীরা, নওগাঁ, নাটোর, যশোর, রাজশাহী, কুষ্টিয়া, খুলনার ঊর্ধ্বমুখী সংক্রমণ পরিস্থিতির প্রেক্ষাপটে নতুন করে কিছু ব্যবস্থা নিতে বাধ্য করে। কিন্তু এর পরও সংক্রমণের বিস্তার ঠেকানো যাচ্ছে না। ঢাকায়ও এক সপ্তাহে রোগীর সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। গত মাসে প্রতিবেশী রাষ্ট্র ভারতে করোনা সংক্রমণ অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার ফলে আমাদের সীমান্তবর্তী জেলাগুলো নিয়ে আশঙ্কা বাড়ছিল। আমরা তখনই উদ্বিগ্ন ছিলাম ভারতে সংক্রমণ বৃদ্ধির ঢেউ আমাদের দিকে আসতে পারে। শেষ পর্যন্ত তা-ই হলো। গত মাসের দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণে দেখা গেছে, ২০টিরও বেশি জেলায় নতুন রোগী বাড়ার হার কোথাও শতভাগ, কোথাও এরও বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও