![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2021/06/14/og/120248_bangladesh_pratidin_agun-3.jpg)
কালিয়াকৈরে ১৫ দোকান আগুনে পুড়ে ছাই
গাজীপুরের কালিয়াকৈরে মাঝুখান এলাকায় আগুনে ১৫ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, কালিয়াকৈর উপজেলার মাঝুখান বাজার এলাকায় সোমবার সকালে সেলুনের দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ওই বাজারের ১৫টি দোকানে ছড়িয়ে পড়ে।