![](https://media.priyo.com/img/500x/https://www.jugantor.com/assets/news_photos/2021/06/14/image-431200-1623622333.jpg)
তৃতীয় মত: আদর্শবাদী তরুণরা কেন রাজনীতিতে নেই
বহুদিন পরে বিএনপি নেতাদের কণ্ঠে দুটি সত্য কথা শোনা গেল। একটি কথা বলেছেন, দলের সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল। আরেকটি কথা বলেছেন, দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মির্জা ফখরুল বলেছেন, আন্দোলনে তরুণদের যুক্ত করতে না পারা বিএনপির ব্যর্থতা। তিনি বলেছেন, পৃথিবীতে যা কিছু হয়েছে, সবই তরুণদের আন্দোলনের মধ্য দিয়ে হয়েছে। এখন তরুণরা কোথায়? দেখছি না। আমাদের ব্যর্থতা সেখানেই। আমি বিশ্বাস করি, আমাদের ব্যর্থতা এখন পর্যন্ত তরুণদের সামনে আনতে পারিনি। গণতন্ত্র ও অধিকার রক্ষার জন্য তরুণদের এগিয়ে আসতে হবে। গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন আরও স্পষ্ট কথা। তার মতে, দলে এখন সবাই নেতা। কেউ কর্মী হতে চায় না। বিএনপিতে শতকরা ৮০ জন নেতা এবং ২০ জন মাত্র কর্মী আছে। এই দুই নেতার এত বিলম্বে সত্য উপলব্ধি দেখে বিস্মিত হয়েছি। এই সত্যটা যদি তারা আরও আগে বুঝতে পারতেন, তাহলে বিএনপির এই দুর্দশা ঘটত না।