ঘুমিয়ে থাকা বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা
রংপুরের মিঠাপুকুরে ঘুমিয়ে থাকা বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে। এ ঘটনায় শনিবার (১২ জুন) দুপুরে নিহতের চাচাতো ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, আদিবাসীপল্লীর ক্ষুদ্র নৃ গোষ্ঠীর বাসিন্দা মোংলা কুজুর স্থানীয় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন।
সম্প্রতি পারিবারিক বিরোধ নিয়ে বাবা ও ছেলের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। ঘটনার দিন শুক্রবার বিকেলে মোংলা কুজুর নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় তার ছেলে জীবন কুজুর ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তার মাথায় কুড়াল দিয়ে কুপিয়ে পালিয়ে যান।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে