You have reached your daily news limit

Please log in to continue


‘আমাদের ঠিকানায় চিঠিও আসবে’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় গৃহহীনদের মাঝে ঘর উপহার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি বছরের জানুয়ারিতে এ কার্যক্রম শুরু হয়। প্রথম দফায় সারাদেশে প্রায় ৭০ হাজার পরিবারকে দুই শতক জায়গাসহ মাথা গোঁজার জন্য একটি করে পাকা ঘর উপহার দেন প্রধানমন্ত্রী। তাতে যেন খুশীর অন্ত নেই ঠিকানা পাওয়া মানুষগুলোর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের আওতায় খুলনার ডুমুরিয়া কাঁঠালতলায় ঘর পান ৬০টি সহায়-সম্বলহীন পরিবার। নতুন ঠিকানা পাওয়া পরিবারের সদস্যদের সঙ্গে গল্প হয় বাংলা ট্রিবিউনের। এই গল্পে উঠে আসে তাদের বদলে যাওয়া জীবনের কথা। পাকা ঘরে থাকতে পারার আনন্দে আত্মহারা তারা। এ ছাড়া কতটা আত্মতৃপ্তিতে রয়েছেন তারা সেটার বহিঃপ্রকাশ তাদের চেহারাতেই স্পষ্ট।

গত বৃহস্পতিবার (১০ জুন) কাঁঠালতলার ওই প্রকল্প ঘুরে দেখতে গেলে কথা হয়ে নতুন ঠিকানা পাওয়া সাদিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘অনেক ভালো আছি। একটি ঠিকানা পাল্টে দিয়েছে আমাদের পুরো পরিবারের ভবিষ্যত জীবন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন