কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

খীরু নদীর পানি এতোই কালো, দেখলে মনে হয় পোড়া মবিল!

কালের কণ্ঠ ভালুকা প্রকাশিত: ১১ জুন ২০২১, ০৯:৫৬

‘খীরু নদীর পানি এতোই কালো, দেখলে মনে হয় পোড়া মবিল। এক সময় দুপুরের তপ্তরোদে খীরু নদীর পাড়ে গাছের নীচে বসলে বাতাসে শরীর জুড়িয়ে ক্লান্তি দূর হয়ে যেতো। আর এখন নদীর পাড়ে বসাতো দূরের কথা, নদীর পাড় দিয়ে হেঁটে গেলেও দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসে, বমি হওয়ার উপক্রম হয়। অথচ, ছোটকালে এই নদীর পানিতে কত ডুব দিয়েছি, সাঁতার কেটেছি, মাছ ধরেছি, তার হিসাব নেই। এখন এই নদীর পানি দেখলে ভয় লাগে।’ এভাবেই স্মৃতি হাতড়ে একবুক হতাশা নিয়ে ময়মনসিংহের ভালুকার খীরু নদীর অতীত ও বর্তমানের তুলনামূলক চিত্র বর্ণনা করছিলেন ওই নদীর পাড়ে বাস করা ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের জামিরাপাড়া গ্রামের মো. আনিছুর রহমান বাদল নামের একজন শিক্ষক।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও