কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাজেট ও বাস্তবতা

সমকাল হাফিজ উদ্দিন খান প্রকাশিত: ১০ জুন ২০২১, ১৪:৩৪

আমরা করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে আছি। দীর্ঘদিন ধরে চলমান করোনার বিরূপ প্রভাব পড়েছে সমাজদেহের নানা দিকে। এর অভিঘাতের অনেক দাগই সুস্পষ্ট। করোনার দ্বিতীয় ঢেউয়ের বিরূপতা সমাজে যে আরও প্রকট হয়ে উঠবে তাতেও কোনো সন্দেহ নেই। এই বাস্তবতায় যে রকম বাজেট প্রত্যাশিত ছিল তা আমরা পাইনি। করোনা পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট কোনো দিকনির্দেশনা বাজেটে আছে? সাধারণের কর ছাড় চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রত্যাশিত হলেও এ ক্ষেত্রে সুসংবাদ মেলেনি। মধ্যবিত্ত শ্রেণির জন্য নেই সুবার্তা। বলতে গেলে বাজেটে এই শ্রেণির দিকে দৃষ্টিপাত সেভাবে করাই হয়নি। করোনা-দুর্যোগে নতুন দরিদ্রের সংখ্যা অনেক বেড়েছে। দুঃখজনক হলেও সত্য, এই শ্রেণিভুক্ত মানুষের সংখ্যা আরও বাড়বে। তারা প্রস্তাবিত বাজেটে উপেক্ষিতই থেকে গেল। তবে বাজেট সংশোধনের সুযোগ রয়েছে যা ভাবা জরুরি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও