৫০ মডেল মসজিদ আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দেশের ৫০ উপজেলায় দৃষ্টিনন্দন ৫০টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র আজ বৃহস্পতিবার (১০ জুন) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে একযোগে আধুনিক ও সুসজ্জিত এই মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।
এই প্রকল্পের আওতায় সারাদেশের ৫৬০ মসজিদ নির্মান করার প্রজেক্ট হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী। প্রথম দফার ৬০ টি মডেল মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর, সিলেট ও খুলনায় ভার্চুয়ালী সংযুক্ত থাকবেন এই প্রকল্পের অন্যতম পরিকল্পক সরকার প্রধান শেখ হাসিনা। এই মসজিদগুলোতে ১৩টি বিশেষ সুবিধার মধ্যে মসজিদে হজ্জ যাত্রীদের প্রশিক্ষণসহ পবিত্র হজ্ব পালনের জন্য ডিজিটাল নিবন্ধনের ব্যবস্থা বিশেষ উল্লেখযোগ্য।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগকে বিশ্বে দৃষ্টান্ত বলে দাবি করে প্রজেক্ট ডিরেক্টর নজিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ ও যত্নশীল নির্দেশনায় মসজিদগুলোতে এসব সুযোগ-সুবিধা রাখা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় হজ্জ যাত্রীদের দূর্ভোগ দূর করতে হজ্জ নিবন্ধন ও প্রশিক্ষণ ব্যবস্থা রাখা হয়েছে মডেল মসজিদগুলোতে।