You have reached your daily news limit

Please log in to continue


গাড়ির ড্রাইভার নিশো, কাজের বুয়া মেহজাবীন!

একাধিক নাটকে ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন ছোটপর্দার আলোচিত জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। সেই ধারাবাহিকতায় এবার এই দুজন হাজির হচ্ছেন গাড়ির ড্রাইভার আর গৃহপরিচারিকার চরিত্রে।

সম্প্রতি ‘ঘটনা সত্য’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন তারা। নাটিকটি নির্মাণ করেছেন নির্মাতা রুবেল হাসান। মঈনুল সানুর চিত্রনাট্যে এটি নির্মিত হলো সিএমভি’র ব্যানারে। নাটকের গল্পে দেখা যাবে, পাশাপাশি দুটি ফ্ল্যাটের গৃহপরিচারিকা ও গাড়ির চালক মুকুল-বিলকিছ। বিলকিছ বাজার থেকে সস্তা-পচা সবজি কিনে, ফ্রিজে রাখা খাবার এঁটো করে, বাসায় অন্যের কসমেটিকস ইচ্ছেমতো ব্যবহার করে, অপচয় করে। আর মুকুল মিথ্যা বলে, ডিউটি বাদ দিয়ে অন্য যাত্রী বহন করে, লুকিয়ে গাড়ির তেল বিক্রি করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন