ছাতা কেনার আগে যে বিষয়গুলো খেয়াল রাখা জরুরি
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ০৮ জুন ২০২১, ১৪:২৯
ছাতা এমন একটি প্রয়োজনীয় জিনিস যা শীত-গরম-বর্ষা সবসময়ই কাজে লাগে। তবে বৃষ্টিতে এর ব্যবহার অধিক লক্ষণীয়। এছাড়া গ্রীষ্মে রোদের তীব্রতা থেকে বাঁচতেও ছাতাই ভরসা। বর্তমান সময়ে আকাশে চলছে রোদ-বৃষ্টির খেলা। এখন গ্রীষ্মের খরতাপে যেমন পুড়তে হচ্ছে, তেমনি আবার হঠাৎ আসা বৃষ্টিতেও ভিজতে হচ্ছে। তাই সঙ্গে একটি ছাতা রাখার আসলেই কোনো বিকল্প নেই।
এক্ষেত্রে কম টাকায় বারবার ছাতা কিনতে যাবেন না। এতে ভোগান্তি এবং খরচ দুটোই বাড়বে। এর চেয়ে বরং দাম দিয়ে একটি ভালো মানের ছাতা কিনলে খরচ ও ভোগান্তি দুটোই বাঁচবে।