
করোনা চিকিৎসায় বেসরকারি হাসপাতালে অতিরিক্ত ব্যয় খতিয়ে দেখবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
বেসরকারি হাসপাতালে করোনা রোগীদের চিকিত্সার জন্য অতিরিক্ত খরচের বিষয়টি সরকার খতিয়ে দেখবে বলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন। আজ সোমবার ঢাকায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বেসরকারি হাসপাতালে করোনা রোগীদের অতিরিক্ত চিকিত্সা ব্যয়ের বিষয়ে সরকার কি ব্যবস্থা নিয়েছে এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'আমরা বিষয়টি খতিয়ে দেখব যেন তারা (বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান) করোনা রোগীদের ক্ষেত্রে অতিরিক্ত বিল করতে না পারে।'
এর আগে, স্বাস্থ্যমন্ত্রী সংসদে এক বক্তব্যে বলেন, 'একটি সাধারণ বেডে রোগীর জন্য একদিনে ব্যয় হয় ১৫ হাজার টাকা এবং আইসিইউ বেডের জন্য প্রতিদিন ব্যয় ৫০ হাজার টাকা।'
এটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ ইকোনমিক্স ইউনিটের গবেষণা ছিল বলে মন্ত্রী সাংবাদিকদের জানান।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে
১ বছর আগে
১ বছর আগে