কুষ্টিয়ায় চলছে ১০ দিনের বিধিনিষেধ
কুষ্টিয়া জেলায় জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত ও করোনাভাইরাসের বিস্তার রোধে কিছু বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। রোববার (৬ জুন) রাত ১২টায় কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেন।
তবে সোমবার (৭ জুন) সকাল থেকে কুষ্টিয়া জেলার দোকানপাট-শপিংমল, রাস্তাঘাট, হাটবাজার থেকে শুরু করে কোথাও জনসাধারণের মধ্যে স্বাস্থ্যবিধি রক্ষার কোনো চেষ্টাই দেখা যাচ্ছে না। অনেককেই মাস্ক ছাড়া রাস্তাঘাটে চলাচল করতে দেখা গেছে। জেলায় করোনা সংক্রমণের হার প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী হলেও নেই জেলা প্রশাসনের কোনো তৎপরতা।