মাংরুদাম নাকি আরবোরেটাম
শিরোনামে ব্যবহূত দুটি শব্দই অধিকাংশ মানুষের কাছে অপরিচিত। কিন্তু এই শব্দদ্বয় যা বোঝায়, তা সবার কাছে অতিপরিচিত বিষয়। 'আরবোরেটাম' হলো এক ধরনের বিশেষ উদ্ভিদ উদ্যান এবং মান্দি বা গারো ভাষায় 'মাংরুদাম' মানে শ্মশান। অপরিচিত শব্দের মোড়কে এই অতিপরিচিত বিষয় নিয়ে সম্প্রতি আবারও তর্ক উঠেছে মধুপুর শালবনে। ক্ষয়িষুষ্ণ এই বনের তিন হেক্টর জায়গাজুড়ে গড়ে তোলা হচ্ছে আরবোরেটাম। এই কাজে বন বিভাগ প্রায় চার হাজার ৮০০ গাছের চারা রোপণ করেছে। এর ভেতর আছে গামারি, গর্জন, গজারি, চাপালিশ, কানাইডিঙ্গা, বহেড়া, ডুমুর, সিধা, ওজা, হরীতকী, আমলকী, গাদিলা, পিত্তরাজ, কাঞ্চন, বনআমড়া।
কিন্তু আরবোরেটাম গড়ে তুলতে প্রাকৃতিক বনের ভেতর বন বিভাগ আবারও চারদিকে ইটের দেয়াল ও ব্যারাক নির্মাণ করছে। আর তাতেই শঙ্কা ও সন্দেহ জেগেছে আদিবাসীদের মনে। এর আগেও বন বিভাগ ইকোপার্কের নামে ২০০৪ সালে প্রাকৃতিক বনের তিন হাজার একর কোর এলাকাকে ৬১ হাজার ইটের দেয়াল দিয়ে বন্দি করেছিল। বনমুক্তির আন্দোলনে জীবন দিয়েছিলেন পীরেন স্নাল। কেন তর্ক উঠেছে আরবোরেটাম নিয়ে?