সেই খবরে ‘ক্লিক’ করেছে কারা, জানতে চায় এফবিআই
দুই গোয়েন্দার হত্যাকাণ্ড নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন কারা কারা পড়েছে সেই তথ্য জানতে চেয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।
‘মামলার তদন্তের অংশ’ হিসেবে সংবাদ প্রকাশকারী ইউএসএ টুডের তথ্য চেয়ে সংস্থাটি সমন জারি করেছে বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়।
ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন- এফবিআইয়ের এমন দাবিকে ‘সংবাদপত্রের স্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন’ হিসেবে তুলে ধরে তা খারিজের জন্য আদালতের দ্বারস্থ হয়েছে সংবাদপত্রটির মালিক গ্যানেট।
এফবিআইয়ের জারি করা সমনে ফেব্রুয়ারিতে ফ্লোরিডায় দুই এজেন্টকে গুলি করে হত্যার খবর প্রকাশের ৩৫ মিনিটের মধ্যে যারা যারা তাতে ক্লিক করেছিল তাদের আইপি অ্যাড্রেস ও ফোন নম্বার জানাতে বলা হয়েছে।