You have reached your daily news limit

Please log in to continue


পরিবেশকে উপেক্ষা করে উন্নত দেশ হওয়া যাবে না

আমাদের জীবনধারণ ও সাজানোর প্রয়োজনীয় উপাদানগুলোর বেশির ভাগের দাতাই প্রকৃতি বা বাস্তুতন্ত্র (ইকোসিস্টেম)। দৃশ্যমান ও অদৃশ্য দুই ধরনের সুবিধাদি আমাদের সরবরাহ করে বাস্তুসংস্থান (ইকোলজি)। তার মধ্যে জীবনধারণের পানি, খাবার, মসলা, কাপড়ের উপকরণ, আশ্রয়স্থল, ওষুধ ইত্যাদি দৃশ্যমানের অন্তর্ভুক্ত। আর অদৃশ্য সুবিধাগুলোর মধ্যে রয়েছে জীবনদায়ী অক্সিজেন, কোটি কোটি মানুষের জীবিকার অবলম্বন, নবায়নযোগ্য শক্তি (সৌরশক্তি ও জলবিদ্যুৎ) উৎপাদন ইত্যাদি।

তা ছাড়া বাস্তুসংস্থান জলবায়ু ও রোগ নিয়ন্ত্রণ করে, পরিবেশের বিভিন্ন উপাদান পুনর্ব্যবহারযোগ্য করতে (যেমন পানি ও অক্সিজেন) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাস্তুসংস্থান আমাদের চরম প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড় এবং ঝোড়ো বাতাসের তীব্রতা থেকে বাঁচায়। আম্পান ও ইয়াস থেকে খুব স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে সুন্দরবন এবং অন্যান্য উপকূলীয় ম্যানগ্রোভ বন উপকূলীয় অঞ্চলে বাসরত লাখ লাখ জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কার্বন মজুতের মাধ্যমে জলবায়ু পরিবর্তন প্রশমিত করে বন বাস্তুসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বব্যাপী প্রায় ৬০ শতাংশ কার্বন বনে সংরক্ষণ করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন