![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2021/06/print/photos/Hamid-Mir-samakal-60b900cc506e3.gif)
এক সময় আমি ও ইমরান খান প্রায়ই সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য একসঙ্গে লড়াই করতাম। ২০০৭ সালের নভেম্বরে সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফ যখন জরুরি অবস্থা জারি করে আমাকে টেলিভিশনের পর্দায় নিষিদ্ধ করেছিলেন, তখন আমার পক্ষে দাঁড়ানো গুটিকয়েক রাজনীতিকের মধ্যে ইমরান খানও ছিলেন। আমার হোস্ট করা জনপ্রিয় টকশোটি তখন আমি ইসলামাবাদের রাজপথে আয়োজন করতাম।
বিশাল জনতা সেখানে জমত এবং সরাসরি আলোচনা শুনত। তখন ইমরান খান ছিলেন ওই আয়োজনের নিয়মিত অতিথি। তিনি ওই সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন- 'আমি প্রধানমন্ত্রী হলে সাংবাদিকরা সত্যিকার স্বাধীনতা পাবেন।'
- ট্যাগ:
- মতামত
- সাংবাদিকতা
- জনসভা