নারীবান্ধব বাজেট চাই
অনেকেই হয়তো ভাবছি বাজেটের সাথে জেন্ডার বা লিঙ্গের কী সম্পর্ক। বাজেটতো হচ্ছে সহজ কথায় বললে রাষ্ট্রের আয় ব্যয়ের হিসাব। আমাদের মত দেশে নারীবান্ধব বাজেট কথাটি এখনও তেমন প্রচলিত বা পরিচিত নয়। অথচ আধুনিক বাজেটিং পদ্ধতিতে জেন্ডার রেসপন্সিভ বাজেট বলে একটা টার্ম আছে। জাতীয় বাজেটে অর্থের বন্টন, কর আরোপ বা রাজস্ব নীতি দেশের সকল জনগণকেই প্রভাবিত করে। তাই বাজেটে সমাজের সকল অংশের কথাই মাথায় রাখতে হয়। আধুনিক বিশ্বে “জেন্ডার রেসপন্সিভ” বাজেট বলে একটা টার্ম প্রচলিত আছে। জেন্ডার রেসপন্সিভ বাজেটিং হচ্ছে একটি টুল বা এমন একটি পদ্ধতি যেখানে জেন্ডার পার্স্পেক্টিভকে অন্তর্ভুক্ত করা হয়।