কতিপয় 'মাননীয়' নিয়ে কিছু কথা
১৯৮৭ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র 'দায়ী কে' আলোড়ন তুলেছিল। স্বনামধন্য নির্মাতা কাজী হায়াতের কাহিনি ও চিত্রনাট্যে নির্মিত ওই ছবিতে ডা. কদম আলী নামে ব্যতিক্রমী একটি চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য (সম্প্রতি প্রয়াত) অভিনেতা এটিএম শামসুজ্জামান শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। ছবিটির কাহিনি সংক্ষেপ এখানে উল্লেখ করছি এই লেখার গৌরচন্দ্রিকা হিসেবে।
চল্লিশ বিঘা জমি হাতিয়ে নেওয়ার অভিপ্রায়ে স্থানীয় চেয়ারম্যান দবির উদ্দিন চৌধুরী (অভিনেতা রাজ) এক নারীকে বিয়ে করে। কিন্তু জমি লিখিয়ে নেওয়ার পর ওই নারীকে চরিত্রহীনার কলঙ্ক দিয়ে তালাক দেয় এবং বিতাড়িত করে। ওই নারী ইজ্জত বাঁচাতে আত্মহত্যা করে। আর তার গর্ভজাত সন্তান এক মেথরের (আনোয়ার হোসেন) ঘরে কদম আলী নামে বড় হতে থাকে।