‘বাজেট দেখছি না, পাইছি না, খাইছিও না’
সাধারণ মানুষ দেখতে চায়, তার প্রতিদিনের জীবন যাপনে বাজেট কি উপকারে আসছে। মানুষ কাজ চায়, নিরাপদ জীবন চায়। আয় ব্যয়ের সঙ্গতি চায়। বৈষম্যের শিকার হতে চায় না। পরিবারের সদস্যদের নিয়ে মাথা গোঁজার একটু ঠাঁই, সন্তানদের শিক্ষা, সবার মুখে আহার জোগানের মতো একটি কাজ, রোগবালাইয়ে চিকিৎসার সুযোগ পেলেই সাধারণ মানুষ পরম সুখ অনুভব করবে। বিভুরঞ্জন সরকার