ভিক্ষাবৃত্তি ছেড়ে এখন কর্মজীবী তারা
‘ভিক্ষা ছেড়ে কাইজ শুরু করছিলাম। মাস শ্যাষে বেতনও পাইলাম। এহন এই বেতন দিয়া পরিবারের সবাইরে নিয়ে একটু ভাল মন্দ খাইব।’
এভাবেই কথাগুলো বললেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার চৌরখুলী গ্রামের একটি প্যাকেজিং ফ্যাক্টরিতে কাজ করা সোনামতি বেগম। ভিক্ষাবৃত্তি ছেড়ে কর্মময় জীবনের প্রথম মাসের বেতন পেয়েছেন তিনি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বেতন
- ভিক্ষাবৃত্তি
- ফ্যাক্টরি
- কর্মজীবী