![](https://media.priyo.com/img/500x/https://www.channelionline.com/wp-content/uploads/2021/05/brangelina-01-children.jpg)
মামলা জিতে সন্তানদের যৌথ কাস্টডি পেলেন ব্র্যাড পিট
চ্যানেল আই
প্রকাশিত: ২৯ মে ২০২১, ১২:৩৯
ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির বিচ্ছেদের পর সন্তানরা কার হেফাজতে থাকবে তা নিয়ে চলছিল মামলা। অবশেষে সেই মামলার নিষ্পত্তি হলো। মামলায় জিতে সন্তানদের যৌথ কাস্টডি পেলেন ব্র্যাড পিট।
ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি দুজনকেই দেওয়া হয়েছে সন্তানদের অর্ধেক-অর্ধেক অধিকার। তাদের ছয় সন্তানের মাঝে একজন প্রাপ্ত বয়স্ক। বাকি পাঁচ নাবালক সন্তানের দেখাশোনা করতে পারবেন মা-বাবা দুজনেই।