কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনাকালের দ্বিতীয় বাজেট

দেশ রূপান্তর রাজেকুজ্জামান রতন প্রকাশিত: ২৯ মে ২০২১, ১১:১৫

দেশের বৃহত্তম বাজেট প্রায় সাড়ে ছয় লাখ কোটি টাকার বাজেট ঘোষণা হতে যাচ্ছে এমন সময়ে, যখন করোনার প্রথম ধাক্কা সামলে উঠতে না উঠতে দ্বিতীয় ধাক্কা মানুষের অর্থনৈতিক সংকটের পাশাপাশি মানসিক সংকটকেও বাড়িয়ে তুলেছে। গত বছর জুড়ে যা হয়েছে তা নিয়ে হাহাকার আর যা আগামীতে হতে যাচ্ছে তা ভেবে আতঙ্কিত বোধ করছেন তরুণ, যুবক, মধ্যবয়সী মধ্যবিত্ত, মা ও গৃহিণীরা। ছাত্র ও যুবকরা ভাবছেন কি হবে ভবিষ্যতে! শ্রমজীবীরা ভাবছেন জীবিকার সংস্থান না হলে জীবন বাঁচবে কীভাবে! সবাই ভাবছেন সুরক্ষিত থাকার নামে এই বন্দিত্ব আর কতদিন স্থায়ী হবে? বাসাভাড়া, বাজার খরচ, টিউশন ফি জোগাড় হবে কীভাবে? আয়ের খাত স্থবির এবং আয় কমে গেলেও ব্যয়ের গতি তো কমেনি বরং বেড়েছে কোনো কোনো ক্ষেত্রে। বিভিন্ন জরিপ এবং গবেষণা থেকে ধারণা করা হয় দেশে ১৭ কোটি মানুষের মধ্যে ১২ কোটি মানুষ দরিদ্র হয়ে পড়েছে, দারিদ্র্যসীমার নিচে ২২ শতাংশ মানুষ ছিলেন, করোনায় তা বেড়ে ৫০ শতাংশ হয়েছে। সে হিসেবে দেশের সাড়ে ৮ কোটি মানুষ এখন দারিদ্র্যসীমার নিচে। নিম্নমধ্যবিত্ত আর মধ্যবিত্ত যে সাড়ে চার কোটি মানুষ ছিল বলে ধারণা করা হতো এবং যারা দেশের ভোগ্যপণ্যের বাজারের প্রধান ক্রেতা তারা অনেকটা বেসামাল হয়ে পড়েছেন করোনার ধাক্কায়। দেশের ৪৪ লাখ মানুষ ধনী, তাদের জীবনে করোনা কি আশীর্বাদ হিসেবে এসেছে? বাংলাদেশ ব্যাংকের হিসাবে করোনাকালে কোটিপতি বেড়েছে প্রায় ১০ হাজারের বেশি। ৫০ কোটি টাকার বেশি আমানত বেড়েছে এ রকম মানুষের সংখ্যা নাকি ৬৯ জন। মানুষের মাথাপিছু আয় বেড়েছে তার অর্থ যাদের আয় বেড়েছে তার পরিমাণ এত বেশি যে তা বেশির ভাগ মানুষের আয় কমলেও সামগ্রিক আয় বাড়িয়ে দিয়েছে। সেই পুরনো কথা নতুন করে বলতে হয় শ্রেণিবিভক্ত সমাজে অনেকের দুর্যোগ কারও কারও জীবনে অভূতপূর্ব সুযোগ এনে দেয়। কিন্তু এটা তো সত্যি যে, করোনা প্রচণ্ড ঝাঁকি দিয়েছে সাড়ে ১৬ কোটি মানুষকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও