![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2021/05/28/og/213257marriage-20210528180643.jpg)
৫ দিন অনশন, অবশেষে প্রেমিক যুগলের বিয়ে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে পাঁচ দিন অনশন করেন তরুণী। পাঁচ দিন অনশনের পর প্রেমিকের সঙ্গে তার বিয়ে হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের দক্ষিণ গাইলজানি গ্রামে ১০ লাখ টাকা দেন মোহরে তাদের বিয়ে সম্পন্ন হয়।
স্থানীয়রা জানান, উপজেলার বাঙ্গালা দক্ষিণ গাইলজানি গ্রামের আব্দুল খালেকের ছেলে কলেজছাত্র মো. রানার (২০) সঙ্গে প্রেমের ছিল একই গ্রামের আব্দুল কাদেরের কলেজপড়ুয়া মেয়ে ময়না খাতুনের। স্থানীয় ঘোনা কুচিয়ামারা ডিগ্রি কলেজে শিক্ষার্থী তারা। একই কলেজের শিক্ষার্থী হওয়ার সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।