করোনাভাইরাসের সংক্রমণের কারণে দীর্ঘদিন বন্ধ থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে চুরির ঘটনা ঘটেছে। অন্তত চারটি কক্ষের গুরুত্বপূর্ণ জিনিসপত্র হারিয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রীরা। তবে চুরির ঘটনার সত্যতা পেলেও ঘটনাটি কখন ঘটেছে তা নিশ্চিত করে বলতে পারেনি সংশ্লিষ্ট হল প্রশাসন।
গত বুধবার (২৬ মে) হল প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনের মতো হলের প্রতিটি তলা তদারকি করা হয়। এ সময় একটি রুমের তালা খোলা দেখতে পান হলের কর্মচারীরা। পরে তারা বিষয়টি হল প্রশাসনকে অবহিত করেন।