ইয়াস-করোনা আসছে কেন?

জাগো নিউজ ২৪ মোস্তফা কামাল প্রকাশিত: ২৭ মে ২০২১, ১২:৫৮

মরলেও চোখ ভালো আছে- সান্ত্বনার মতো ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে এক ধরনের স্বস্তি অনেকের। স্বস্তির এমন বোধটা আসছে প্রাণহানির সংখ্যা দিয়ে। প্রাণহানি হয়নি মানে ক্ষয়ক্ষতি হয়নি-এ সরলীকরণ। আইলা, আম্ফান, সিডর, ফনি, বুলবুল, নারগিসের সঙ্গে তুলনা করতে গিয়ে ইয়াসকে মামুলি জ্ঞান করা হচ্ছে। খুলনা, ভোলা, হাতিয়াসহ বিভিন্ন এলাকায় গ্রামকে গ্রাম তলিয়ে যাওয়া, হাজার-হাজার মানুষের মানবেতর জীবনকে ক্ষয়ক্ষতি মনে করা যাচ্ছে না। গত কয়েক দশক ধরে দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় ঘূর্ণিঝড়ে প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি পরিমাণ কমিয়ে আনা সম্ভব হয়েছে৷ তবে রুদ্র প্রকৃতিকে বাগে আনার সাধ্য কি হচ্ছে? কাছাকাছি সময়ে আঘাত হানা সবচেয়ে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ‘সিডর’৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও