মূল্যবান পাথর বসানো গয়নার জনপ্রিয়তা সব যুগে, সব কালেই ছিল। এর মধ্যে অবশ্য কিছু পাথরের প্রতি মানুষের আকর্ষণ চির অমলিন। তেমনই অনবদ্য ও শৈল্পিক সৃষ্টি হলো ‘পারস্যের ফিরোজা’ বা পারসিয়ান টারকোয়েজ। এ পাথর আভিজাত্যের দ্যুতিতে উজ্জ্বল।
বিংশ শতকের প্রথমার্ধ থেকেই ফ্যাশনজগতে আলাদা স্থান করে নেয় ইরানের ফিরোজা। ফিরোজা অর্থ বিজয়। ইরানের পাহলভি ভাষায় এ পাথরকে বলা হয় ‘ফিরুজে’, যার অর্থ ঔজ্জ্বল্য থেকে উদ্ভূত। রবিন পাখির ডিমের রঙের মতো হালকা সবুজাভ নীল, কখনো হালকা আকাশি, কখনো নজরকাড়া তীব্র নীল, আবার কখনো বা নীলের মধ্যে ধূসর হলুদাভ আবছায়া। নানা বর্ণের এই পাথর সুপ্রাচীন কাল থেকে গয়নাকে দিয়েছে অনন্যতা।
বিজ্ঞাপন
You have reached your daily news limit
Please log in to continue
আভিজাত্যের দ্যুতি ছড়ানো পারস্যের ফিরোজা
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন