You have reached your daily news limit

Please log in to continue


ভোলায় ২৫০ ঘরবাড়ি বিধ্বস্ত, ভেসে গেছে দুই হাজার গবাদিপশু

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট ঝড়ো বাতাসে ভোলায় বিভিন্ন এলাকায় ২৫০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বুধবার (২৬ মে) চরফ্যাশন উপজেলার ঢালচর ও মনপুরা উপজেলার চর নিজামসহ বিভিন্ন চরে এ ঘটনা ঘটে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মোতিহার হোসেন বলেন, ইয়াসের প্রভাবে মেঘনা ও তেঁতুলিয়া নদীর পানি স্বাভাবিকের চেয়ে ২-৩ ফুট বৃদ্ধি পায়। এতে জেলার নিম্নাঞ্চলের ৩৫টি চর প্লাবিত হয়ে ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েন। জোয়ারের পানিতে ভোলার বিভিন্ন উপজেলায় ২৫০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়। তজুমদ্দিন উপজেলার বিভিন্ন চরের দুই হাজার গরু ও মহিষ ভেসে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন