লেবু পাতার ব্যবহারেই দাঁত হবে ঝকঝকে
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২৪ মে ২০২১, ১২:২৭
সৌন্দর্যের বড় একটি অংশ জুড়ে আছে হাসি। আর হাসি মন কেড়ে নেয় তখনই যখন দাঁত হয় সুন্দর। তাইতো সুন্দর দাঁত সবারই কাম্য। তবে আমাদেরই কিছু বদ অভ্যাসের কারণে দাঁত হারায় তার নিজস্ব সৌন্দর্য। দেখা যায় আমাদের অসাবধানতা ও অযত্নের কারণে সুন্দর দাঁত পরিণত হয় অসুন্দর ও নোংরাতে। এর ফলে মাড়ি থেকে রক্ত পরা থেকে শুরু করে, দাঁত হলদে হয়ে যাওয়া ইত্যাদি সমস্যায় ভুগতে হয়।
তাইতো দাঁতে হলুদ বা কালো দাগ হয়ে যাওয়ার সমস্যায় ভুগলে তা দূর করার চেষ্টা করতে হবে। এক্ষেত্রে আপনাকে সহায়তা করতে পারে খুবই সহজ একটি উপাদান, আর সেটি হচ্ছে লেবু পাতা। দাঁতের হলদেভাব দূর করে দাঁতকে সাদা ঝকঝকে করতে লেবু পাতা অতুলনীয়।