কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মহামারি নিয়ন্ত্রণে তবুও প্রতিরোধ ব্যবস্থা জোরদার করছে চীন

জাগো নিউজ ২৪ আলিমুল হক প্রকাশিত: ২৪ মে ২০২১, ১০:১৪

মহামারি সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকলেও, প্রতিরোধমূলক ব্যবস্থা শিথিল করার পরিবর্তে বরং দিন দিন জোরদার করছে চীন। এক্ষেত্রে স্বাভাবিকভাবেই কড়া নজর রাখা হচ্ছে বিদেশফেরত দেশি-বিদেশি নাগরিকদের ওপর। তাদের কোয়ারিন্টিন ও টেস্টিংয়ের ওপর আগের চেয়ে বেশি কড়াকড়ি আরোপ করা হয়েছে সম্প্রতি।আলিমুল হক


আমরা, মানে যেসকল বিদেশি, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-তে কাজ করি, তাদেরকে প্রতিবছর একবার থরো মেডিকেল চেকআপ করাতে হয়। ব্যয় অফিসই বহন করে, তবে কর্মস্থল থেকে পাতাল রেলে পৌনে এক ঘন্টার পথ পাড়ি দিয়ে চিকিৎসাকেন্দ্রে যেতে হয় নিজেকেই। কেউ চাইলে সড়কপথেও যেতে পারেন। পাতালরেলে যেমন বেইজিংয়ের প্রায় সব জায়গায় যাওয়া যায়, তেমনি যাওয়া যায় সড়কপথেও। বেইজিংয়ের মাটির নিচে যেমন জালের মতো ছড়িয়ে আছে পাতালরেলের লাইন, তেমনি মাটির উপরে আছে অসংখ্য বাস-রুট; এসব রুটে প্রতিনিয়ত চলছে শত শত বাস। কোনো কোনো জায়গায় যেতে পাতালরেল ও সড়কপথ—দুটিই ব্যবহার করা যেতে পারে, অনেকে করেনও। গত ২০ মে ছিল আমার চেকআপের পালা এবং আমার পছন্দ পাতালরেল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও