পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিবিধ ডামাডোল
ঠিক কোন শব্দ দিয়ে এককথায় পশ্চিমবঙ্গের এখন যা পরিস্থিতি তা বোঝানো যাবে সেটা ভেবেই গায়ে জ্বর আসছে। জ্বর আসছে না বলে গলদঘর্ম হচ্ছি বললেও বিষয়টির গুরুত্ব কিছু কমে না। অবস্থা এমনই জটিল ও সংকটজনক। একদিকে করোনার হাল খুব খারাপ। এমন কোনো পরিবার নেই যেখানে কেউ না কেউ এই অসুখে ভুগছেন না বা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নেই। সুস্থ হচ্ছেন এটা যেমন সত্যি, পাশাপাশি এটাও ঠিক যে চেন-অচেনা অসংখ্য মানুষ রোজ চলে যাচ্ছেন এই মারণব্যাধিতে। ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। যেটুকু যা মিলছে তার জন্য রাত থেকে লাইন। অক্সিজেন অমিল। হাসপাতালে বেড নেই। বেসরকারি হাসপাতালে এক-দুদিন থাকলেও বিল হচ্ছে লাখ টাকা। এর মধ্যে শুরু হয়েছে লকডাউন। ফলে সমাজের সব স্তরেই অর্থনৈতিক সংকট প্রবল। যাদের টাকা-পয়সা আছে তারা তবু একটু-আধটু সামলে নিচ্ছেন। সব থেকে মুশকিল গরিব ও মধ্যবিত্তের। এটা তো অন্ধকারের একটা দিক মাত্র। তবু একরকম ঠেকনা দিয়ে চলছিল। এরমধ্যে আবার রাজনৈতিক পরিস্থিতি যে দিকে যাচ্ছে তা যথেষ্ট উদ্বেগের।