You have reached your daily news limit

Please log in to continue


টাকা ছিল, তবু কেনা যায়নি চাল

সরকার দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নয়। অসন্তুষ্টির মূলে রয়েছে তিনটি বিষয়—প্রথমত, চাহিদার তুলনায় কম খাদ্য উৎপাদন; দ্বিতীয়ত, চালের বাজারমূল্য বেড়ে যাওয়া এবং তৃতীয়ত, কম সরকারি মজুত। বাজারমূল্যের সঙ্গে সংগতি রেখে খাদ্য সংগ্রহ করতে সরকার ব্যর্থ হচ্ছে। এ কারণে বাজেটে অর্থ বরাদ্দের পরও ৫ লাখ ৬৪ হাজার টন চাল আমদানি করা যায়নি।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে গত ২২ এপ্রিল অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এসব কথা উঠে আসে। বৈঠকে অর্থমন্ত্রী, কৃষিমন্ত্রী, বাণিজ্যমন্ত্রীসহ আটজন মন্ত্রী এবং দশজন সচিব উপস্থিত ছিলেন। বৈঠকের কার্যবিবরণী ঈদের আগে অন্তত ২০টি দপ্তরে পাঠানো হয়েছে, যেখানে উঠে এসেছে দেশের পুরো খাদ্য পরিস্থিতি। ওই দিনের বৈঠকে মন্ত্রী ও সচিবদের কে কী বলেছিলেন, তা–ও তুলে ধরা হয়েছে কার্যবিবরণীতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন