![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F800x449x1%2Fuploads%2Fmedia%2F2019%2F04%2F02%2Ff7020dec5b09b8a0e43d46d10b4b26d0-5ca34716a0e8b.jpg%3Fjadewits_media_id%3D472041)
মোবাইল খাতে কি সুখবর থাকছে?
বরাবরের মতো এবারও বাজেট (অর্থ বছর ২০২১-২২) নিয়ে আশায় বুক বাঁধছেন মোবাইল খাত সংশ্লিষ্টরা। দেশীয় মোবাইল ফোন উৎপাদক, আমদানিকারক ও মোবাইল ফোন অপারেটররা এরইমধ্যে অর্থমন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) তাদের দাবি-দাওয়া পেশ করেছেন। সংশ্লিষ্ট সবপক্ষের বক্তব্য, তাদের দাবি দাওয়া মানা হলে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন আরও তরান্বিত হবে, টেলিযোগাযোগ খাতের সুফল ভোগ করবে দেশের প্রান্তিক পর্যায়ের মানুষ। বাংলাদেশ আমদানিকারকের দেশ থেকে উৎপাদকের দেশে পরিণত হয়েছে। বাজেটে এ খাতে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হলে এ দেশ বিশ্বের কাছে রফতানিকারক দেশ হিসেবে আরও মর্যাদা লাভ করবে বলে তারা আশাবাদী।
বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, দেশে কম্পিউটারের ওপর শুল্ক ও কর নেই। ১৯৯৬ সালে এ খাতে কর মওকুফ করা হয়েছে। ফলে সবাই দেখতে পাচ্ছে দেশে তথ্যপ্রযুক্তির প্রসার। দেশে তৈরি মোবাইলের ক্ষেত্রেও এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) যদি এমন কোনও সুযোগ দেয় তাহলে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে দেশের মোবাইল শিল্পও কম্পিউটারের জায়গা দখল করে নেবে।