
করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ কি বাংলাদেশে আসবে? যদি আসে তা কতটা মারাত্মক হবে? কতদিন থাকবে তৃতীয় ঢেউ? আজ এসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মনে। বিশেষ করে যারা সচেতন, তারা উদ্বিগ্ন, চিন্তিত। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষও যে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে, তা তাদের বক্তব্য-বিবৃতিতে সহজেই বোধগম্য।
সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছিল এ বছরের মার্চ থেকে এবং সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৫ এপ্রিল থেকে লকডাউন ঘোষণা করে সারা দেশে। এ ঘোষণা অনুযায়ী জরুরি ও জনগুরুত্বপূর্ণ সরকারি কার্যালয় ও প্রতিষ্ঠান ছাড়া সব অফিস-আদালত-দোকানপাট-বিপণিবিতান বন্ধ রাখা হয়। বন্ধ থাকে গণপরিবহণ তথা ট্রেন, লঞ্চ, বাস।