কোডেকো মিলিশিয়াদের বিরুদ্ধে বাংলাদেশি শান্তিরক্ষীদের সাফল্য
চ্যানেল আই
প্রকাশিত: ১৯ মে ২০২১, ২০:৩৫
কোডেকো মিলিশিয়াদের বিরুদ্ধে বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনীর আভিযানিক সফলতা পেয়েছে।
ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় প্রদেশ ইতুরিতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর রেপিড ডেপ্লয়মেন্ট ব্যাটালিয়ন (ব্যানআরডিবি-৪) সম্প্রতি একটি সফল অভিযান পরিচালনা করে লেঙ্গা গ্রামের অধিবাসীদের কোডেকো মিলিশিয়াদের আক্রমণ হতে রক্ষা করে।