এ আঁধার ঘুচবে কবে
এ আঁধার কখনও যাবে না মুছে, আমার পৃথিবী থেকে/আলোর পথে আর কেউ নেবে না, কখনও আমাকে ডেকে...' প্রখ্যাত কণ্ঠশিল্পী নিলুফার ইয়াসমিন ও মো. আবদুল জব্বারের দ্বৈতকণ্ঠে গাওয়া একটি অত্যন্ত শ্রোতাপ্রিয় গান। ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত এইচ আকবর পরিচালিত 'জীবন তৃষ্ণা' চলচ্চিত্রের গান এটি। গানটির তাৎপর্য ব্যাপক। কিছু কিছু আঁধার কখনও কখনও জীবনকে এমনভাবে ছেয়ে ফেলে যে, তা আর কাটতে চায় না, কাটে না। শুধু ব্যক্তিজীবন নয়, আঁধার অনেক সময় সমাজ ও রাষ্ট্রীয় জীবনকেও ঘিরে ফেলে। নিকষ কালো অন্ধকার গোটা সমাজজীবনকে এমনভাবে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলে যে, মানুষ জীবন চলার পথ হারিয়ে ফেলে। কবি জীবনানন্দ দাশও তার কবিতায় এক অদ্ভুত আঁধার পৃথিবীতে নেমেছে বলে উল্লেখ করেছিলেন। তবে তার বর্ণিত সে আঁধারের ব্যাখ্যাটা ছিল ভিন্ন।