কোঁকড়া চুলের যত্নআত্তি
প্রথম আলো
প্রকাশিত: ১৯ মে ২০২১, ০৮:৩৯
ঢেউখেলানো কোঁকড়া চুল দেখতে বেশ স্টাইলিশ আর সুন্দর হলেও এর স্বাস্থ্য ঠিক রাখা কিন্তু খুব একটা সহজ নয়। দেখা গেল বেশ যত্ন নিয়ে সাজিয়ে–গুছিয়ে পরিপাটি হয়ে বাইরে বের হলেন। কিন্তু কিছুক্ষণ পর বাইরের তাপ, বাতাস, ধুলাবালু লাগার সঙ্গে সঙ্গেই সব প্রায় শেষ। কোঁকড়া চুল দেখতে স্টাইলিশ হলেও এর স্বাস্থ্য ঠিক রাখা সহজ নয়
এই সমস্যা থেকে মুক্তির উপায় হিসেবে অনেকেই বেছে নেন রিবন্ডিং, ফ্ল্যাট আয়রনিং কিংবা স্ট্রেইটেনিংয়ের মতো কেমিক্যাল ট্রিটমেন্ট। যেগুলোতে বিভন্ন ধরনের ক্ষতিকর রাসায়নিক উপাদানের পাশাপাশি প্রয়োজন ইলেকট্রিক হিট। চুলের স্বাস্থ্যের জন্য যা মোটেই ভালো নয়। এ পদ্ধতিগুলো স্থায়ী কোনো সমাধান দিতে পারে না। কোঁকড়া চুলের যত্নআত্তির নানা দিক নিয়েই আজকের এই ফিচার।
বিজ্ঞাপন