লম্বা সময় কাজে স্বাস্থ্যের হানি, সুস্থ থাকতে যা করতে পারেন
বিবিসি বাংলা (ইংল্যান্ড)
প্রকাশিত: ১৮ মে ২০২১, ১৪:২১
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার করা এক যৌথ জরিপে বলা হয়েছে সপ্তাহে ৫৫ ঘণ্টার বেশি কাজ করলে নানা ধরনের স্বাস্থ্য সমস্যা তৈরি হয় যা মৃত্যু ঝুঁকি তরান্বিত করে।
স্ট্রোক, হৃদযন্ত্রের সমস্যা সহ নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার করা যৌথ জরিপে এমন তথ্য উঠে এসেছে। গতকাল এই জরিপের ফল প্রকাশ করা হয়।
জরীপ থেকে যা জানা যাচ্ছে
২০০০ থেকে ২০১৬ সাল পর্যন্ত ১৯৪ টি দেশ থেকে সংগ্রহ করা তথ্য উপাত্তের উপর ভিত্তি করে জরিপটি চালানো হয়েছে।
দীর্ঘ সময় কাজ সম্পর্কিত স্বাস্থ্য ঝুঁকি নিয়ে এটিই প্রথম কোন বৈশ্বিক জরিপ।