ঈদের অস্ত্রবিরতিতেও আফগানিস্তানে বোমায় ১১ জনের মৃত্যু
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিন দিনের ‘অস্ত্রবিরতি’ পালন করেছে তালেবান ও আফগান সরকার। অথচ তাদের এ ঘোষণার কয়েক ঘণ্টা পরেই আফগানিস্তানের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণে অন্তত ১১ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৩ জন। স্থানীয় কমকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।
যদিও অস্ত্রবিরতির প্রথম দিন দেশটির কোথাও তালেবান ও সরকারি বাহিনীর মধ্যে সরাসরি সংঘর্ষের খবর পাওয়া যায়নি, তবে রাস্তায় বোমার আঘাতে নিরীহ মানুষের প্রাণহানি থেমে নেই।