ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশি। মাসব্যাপী সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ উঠতেই পুলকিত হয়ে উঠে সবার মন। ঘরে ঘরে যেন ছড়িয়ে পড়ে প্রফুল্ল আর উল্লাসের জোয়ার।
কিন্তু এবারের ঈদ সম্পূর্ণ ভিন্ন। করোনাকাল- তাই ঈদের উত্তেজনার সঙ্গে থাকতে হচ্ছে বাড়তি সতর্ক। বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়ার যে কোনো সুযোগ নেই। তাই তো ভক্ত-সমর্থকদের ভালোবাসার পরশে ঈদ শুভেচ্ছা জানিয়ে নিজেদের ও পরিবার-পরিজনকে সুরক্ষিত রাখার অনুরোধ জানালেন টাইগার ক্রিকেটাররা।