পশ্চিমবঙ্গের নির্বাচন : বাঙালিয়ানা আর বাঙালিত্বের জয়

সদ্যই অনুষ্ঠিত হয়ে গেল পশ্চিশবঙ্গে বিধানসভার নির্বাচন। বরং বলা ভালো সদ্যই প্রকাশিত হলো নির্বাচনটির ফলাফল। কারণ নির্বাচনটি চলেছে একদিন-দুদিন নয়, আট দফায় টানা দুই মাস ধরে। পশ্চিববঙ্গের নির্বাচনটিকে ঘিরে এদেশের মিডিয়া আর পাশাপাশি মানুষেরও আগ্রহ ছিল বিশাল। দেশের নির্বাচনের বাইরে সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্র আর ভারতের জাতীয় নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচন এভাবে আমাদের মানুষ আর মিডিয়াকে আকর্ষিত করে না। কারণটাও সঙ্গত, মাঝের কাঁটাতারের বেড়াটুকু বাদ দিলে আমাদের পাসপোর্টই শুধু আলাদা।


বহুল আলোচিত এই নির্বাচনে ভূমিধস বিজয়ে টানা তৃতীয়বারের মতো ক্ষমতাসীন হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃনমূল কংগ্রেস। এরই মাঝে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথও নিয়েছেন দিদি। মমতার এই বিজয়কে নানাভাবে, নানা দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হচ্ছে। এ নিয়ে ক’দিন আগে চমৎকার একটি আর্টিকেল লিখেছেন পশ্চিমবঙ্গের নামজাদা সাংবাদিক, সম্প্রীতি বাংলাদেশের সুহৃদ জয়ন্ত ঘোষাল। গুনে গুনে দশটি কারণ তিনি খুঁজে বের করেছেন মমতার এই বিজয়ের পেছনে। জয়ন্তদার এই কলামটি এদেশের একটি নামজাদা দৈনিকে প্রকাশিত হয়। এরপরপরই সম্প্রীতি বাংলাদেশের ওয়াটসঅ্যাপ গ্রুপে বেশ কিছু টেক্সট চালাচালি। আমাদের এই সংগঠনটির বৈশিষ্ট হচ্ছে এর সাথে যারা সম্পৃক্ত তাদের অনেকেই দেশের প্রথম সারির কলাম লেখকও বটে। টেক্সটিংয়ের বিষয়বস্তুও পরিষ্কার। এ নিয়ে লেখার আগ্রহ ছিল আরও অনেকেরই, কিন্তু বাজিমাৎ করেছেন জয়ন্তদা। অবশেষে সমাধানটা দিলেন টরেন্টোয় বসে নিরঞ্জনদা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও