বঙ্গবাজারে পাইকারি বিক্রি কমলেও রয়েছে খুচরা ক্রেতার চাপ
মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জমজমাট হয়ে উঠেছে রাজধানীর বিভিন্ন মার্কেটে বেচাকেনা। সকাল থেকে লকডাউনের মধ্যে সরকার ঘোষিত সময়সীমা পর্যন্ত ক্রেতা-বিক্রেতার উপস্থিতিতে মুখরিত রয়েছে মার্কেটগুলো। তবে পাইকারি মার্কেট হিসেবে পরিচিত রাজধানীর বঙ্গবাজারে ঈদের আগ মুহূর্তে পাইকারি ক্রেতার চাপ কম থাকলেও খুচরা ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
বঙ্গবাজারের পাইকারি ব্যবসায়ী দোকানদাররা জানান, মূলত ২৫ রমজানে মধ্যে তাদের বিক্রি শেষ হয়ে যায়। তারপরও যদি লকডাউন না থাকতো তাহলে এখন পর্যন্ত মার্কেটে খুচরা ব্যবসায়ীর আনাগোনা থাকতো। কিন্তু এবার লকডাউন থাকার কারণে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা খুচরা ব্যবসায়ীরা একবারই তাদের মালপত্র কিনে নিয়ে গেছেন। তাই দোকানদাররা দোকান খোলা রাখলেও এখন আর খুব বেশি পাইকারি বিক্রি হচ্ছে না। তবে, রাজধানীর বিভিন্ন এলাকার খুচরা ক্রেতারা আসছেন। তাতে এসব দোকানে চাঁদ রাত পর্যন্ত ভালোই বিক্রি হবে বলে আশা তাদের।