কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পাখি মরছে লিচু রক্ষার কারেন্ট জালে

কালের কণ্ঠ নান্দাইল প্রকাশিত: ১১ মে ২০২১, ১৫:৫২

বাড়ির সামনে পুকুর পাড়ে গাছে পাকা থোকা থোকা লিচু। বিভিন্ন ধরনের পাখি ছাড়াও চামচিকা ও বাদুর গাছে বসে খাচ্ছে রসালো লাল লিচু। খাওয়ার সাথে নষ্টও করে যায় তারা। এটা কে বা মানতে পারেন! কৃষক অলিম উদ্দিন (৬০) ভীষণ ক্ষিপ্ত। এ অবস্থায় গাছের ওপরে চারপাশে কারেন্ট জাল দিয়ে ঢেকে রেখেছেন পুরো লিচুগাছ।


আর লিচু খেতে আসা বিভিন্ন ধরনের পাখি, চামচিকা ও বাদুর ওই ফাঁদে আটকে মারা যাচ্ছে। মারা যাওয়া ওইসব পাখি ও চামচিকা উদ্ধার না করায় জালের মধ্যেই শুকিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। এ ধরনের ঘটনা ঘটছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার দক্ষিণ রসুলপুর গ্রামে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও