তিস্তাচুক্তি হওয়া-না হওয়া
‘দুধের স্বাদ ঘোলে মেটানো’-পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রতি আমাদের দেশের মানুষের অসীম আগ্রহ দেখে প্রবাদটির কথাই মনে পড়ল। আমরা ভারতের কেন্দ্রীয় ও রাজ্যের নির্বাচন তো বটেই, মার্কিন নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া উপভোগ করি তুমুল উদ্দীপনায়। পশ্চিমবঙ্গের নির্বাচনটি শুরু হওয়ার বেশ আগে থেকেই এটি আমাদের দেশের মানুষের আগ্রহের একেবারে কেন্দ্রবিন্দুতে চলে আসে। আক্ষরিক অর্থেই সর্বশক্তি ব্যবহার করেও বিজেপির মতো প্রতাপশালী দলটি পশ্চিমবঙ্গ ‘দখল’ করতে পারেনি। বরং মমতা ব্যানার্জি আর কারও সঙ্গে জোট না করে একাই হারিয়ে দিয়েছেন পরাক্রমশালী দলটিকে। এই ফলের পর আমাদের সামাজিক মিডিয়ায় পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।