![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F05%2F09%2F1_0.jpg%3Fitok%3DzhpsfMUO)
শেষ মুহূর্তে ফুটপাতে ভীড়, স্বাস্থ্যবিধি উপেক্ষা
ঈদের আর মাত্র তিন-চারদিন বাকি। তাই কেনাকাটায় শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছে রাজধানীবাসী। বড় বড় বিপণিবিতানের মতো জমে উঠেছে ফুটপাতের কেনাকাটাও। তবে বিক্রেতারা বলছেন, অন্য বছরের তুলনায় এবার বিক্রি কম।
আজ রোববার রাজধানীর গুলিস্তান, নিউমার্কেট ও বসুন্ধরা শপিংমলে গিয়ে দেখা যায়, ঈদের কেনাকাটায় ব্যস্ত ক্রেতা-বিক্রেতা। ভ্যাপসা গরম উপেক্ষা করে ফুটপাতেও ক্রেতাদের ভীড়। মার্কেটে আসা মানুষের মধ্যে আগের থেকে এখন মাস্ক পরার প্রবণতা বেড়েছে। তবে সামাজিক দূরত্বের বালাই নেই। ফলে ঈদের কেনাকাটার ভীড়ে স্বাস্থ্যবিধি অনেকটাই ‘চিড়ে-চ্যাপ্টা’।