সিআইডি পরিচয়ে লাখ টাকা চাঁদা দাবি, চট্টগ্রামে যুবক গ্রেফতার
চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার আলী প্লাজার একটি দোকানে হাজির জয় বড়ুয়া জয়ন্ত (২২) নামে এক যুবক। প্যান্টের সঙ্গে সাঁটানো একটি আইডি কার্ডের দিকে ইশারা দিয়ে নিজেকে পরিচয় দেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা হিসেবে। সঙ্গে সঙ্গে মাস্ক না পরার অভিযোগে দোকান থেকে ক্রেতাদের বের করে দেন। তারপর নানা অনিয়মে দোকানিকে জরিমানা করেন পাঁচ লাখ টাকা। এসব টাকা শনিবারের (৮ এপ্রিল) মধ্যে পরিশোধের নির্দেশ দিয়ে দোকানির মোবাইল নম্বর নিয়ে তিনি চলে যান ওই যুবক।
জানা গেছে, গত শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকের এই ঘটনা নিয়ে দোকানির সন্দেহ হলে তিনি মার্কেটের দোকান মালিক সমিতিকে অবহিত করেন। পরে দোকান মালিক সমিতিসহ তিনি বিষয়টি পতেঙ্গা থানায় অবহিত করেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে