গাজীপুরে শিশু-বয়স্কদের নিয়ে শপিংমল ও বাজারে না যেতে গণবিজ্ঞপ্তি

এনটিভি কাপাসিয়া প্রকাশিত: ০৮ মে ২০২১, ২৩:০৫

ঈদুল ফিতরকে সামনে রেখে কেনাকাটা করতে গাজীপুরে কাপাসিয়া উপজেলার বাজার ও শপিংমলগুলোতে শিশু ও বয়স্ক ব্যক্তিদের না নেওয়ার জন্য এক গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। করোনা সংক্রমণ রোধে আজ শনিবার দুপুরে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাম্মাৎ ইসমত আরা ওই গণবিজ্ঞপ্তি জারি করেন।


কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ইসমত আরা স্বাক্ষরিত ওই গণবিজ্ঞপ্তিতে কাপাসিয়া উপজেলার সব বাজার ও শপিংমলে অল্পবয়সী শিশু ও বয়স্ক ব্যক্তিদের না নেওয়ার অনুরোধ জানানো হয়। পাশাপাশি স্কুল-কলেজগামী কিশোর-কিশোরীদের সন্ধ্যা ৭টার পর জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে ঘোরাফেরা ও আড্ডা দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও