প্রতিদিন মাকে ভালোবাসি
মে মাসের দ্বিতীয় রোববার ‘বিশ্ব মা দিবস’। এ দিনটি নিয়ে মানুষের নানান আয়োজন, উৎসব ও আমেজের শেষ থাকে না। মনে হয় এই এক দিনের জন্য সবাই মায়ের প্রতি ভালোবাসা জমিয়ে রাখে। এই যে মা দিবস, এটির সম্পূর্ণ বিরোধিতা করছি না। সব মায়ের সম্মানার্থে এমন একটি দিন থাকাটা মন্দ কিছু নয়। তার মানে এই নয় যে, শুধু এই দিনটাই মায়েদের জন্য। অন্য সময় আর তাদের খোঁজখবর রাখা হয় না।
সারা বছর আমি যদি মাকে অসম্মান অশ্রদ্ধা করি এই এক দিনে কি সেই কষ্ট মুছে ফেলা সম্ভব? আবার এই একদিন মায়ের প্রতি অসীম ভালোবাসা প্রকাশ করে, এরপরের দিনই যদি মায়ের মনে আঘাত দেয়া হয় তাহলে এমন দিবস দিয়ে কী হবে? প্রকৃতপক্ষে আজকের আধুনিক সমাজে এমনটিই অহরহ হচ্ছে।