করোনা, কোটিপতি ও কোটি শ্রমজীবী
লক্ষণ মানে রোগ নয়, লক্ষণ দেখে রোগ বোঝা যায়। যেমন ঢাকায় কিছু নতুন ভিক্ষুক দেখা যাচ্ছে। ব্যস্ত রাস্তার পাশে হঠাৎ কোনো নারী বলে উঠছেন, ভাই একটু শুনবেন, কিছু সাহায্য চাইতেছি! কণ্ঠ শুনেই মনে হবে নতুন ভিক্ষুক। এখনো চাওয়ার কায়দাটা ভালো করে রপ্ত করে উঠতে পারেনি।