![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252F34a1ca18-987b-4031-87a1-629ccd32714a%252Feditorial.png%3Frect%3D0%252C114%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
মাদারীপুরের কাঁঠালবাড়িতে পদ্মায় স্পিডবোট ডুবে ২৬ জন মানুষ মারা যাওয়ার পর জানা গেল, লাইসেন্স ছাড়াই চলছিল এই স্পিডবোট। শুধু তা-ই নয়, বোটের চালকেরও লাইসেন্স নেই। এই ঘাটে কয়েক শ স্পিডবোট আছে, যেগুলোর বেশির ভাগের চালকের বয়স ১৮ বছরের নিচে। ১৪-১৫ বছর বয়সী কিশোরকে দিয়েও স্পিডবোট চালানো হচ্ছে। কেবল কাঁঠালবাড়ি নয়, সব ঘাটেই স্পিডবোটগুলো চলছে লাইসেন্স ছাড়া। কয়েক দিন আগে শীতলক্ষ্যায় বালুভর্তি একটি বাল্কহেডের ধাক্কায় লঞ্চ ডুবে ৪৩ জন যাত্রী মারা যান। একজন সাংসদের মালিকানাধীন ওই বাল্কহেডও চলছিল লাইসেন্স ছাড়া।