বিদেশযাত্রার অনুমতি পেলেন আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাফসির

কালের কণ্ঠ হাইকোর্ট প্রকাশিত: ০৫ মে ২০২১, ১৬:০১

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাফসির মোহাম্মদ আওয়ালকে বিদেশ (মার্কিন যুক্তরাস্ট্র ও যুক্তরাজ্য) যাওয়ার অনুমতি দিয়েছেন হাইকোর্ট। তিনমাসের জন্য এই অনুমতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে বিদেশ যেতে দুদকের নিষেধাজ্ঞা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।


বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন। তাফসির মোহাম্মদ আওয়ালের বিদেশ যাবার ওপর দুদকের নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে দাখিল করা এক আবেদনের ওপর শুনানি নিয়ে এ আদেশ দেন আদালত। আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান ও ব্যারিস্টার সাকিব মাহবুব। দুর্নীতি দমন কমিশনের(দুদক) পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও